ধোকা
- কাজী আনিসুল হক ২৯-০৪-২০২৪

দেহের মাঝে পেখম মেলে
ধরফর করে মন
যোগ বিয়োগের অংক শুধু
ভাবনায় সাড়াক্ষন।

আসার চেয়ে যাওয়া বেশি
শূন্যের ঘরে পাওয়া।
বোঝার মত কেউই নাই
আমার কি যে চাওয়া।

দিনের আলোই যন্ত্র আমি
রাতের মাঝে একা।
ছলনা আর মিথ্যা প্রতিশ্রুতি
বারবার দেয় ধোকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।